Friday, 30 October 2015

উত্তন পেগে মেঘে মেঘে


কথাঃ অমর শান্তি চাকমা
সুরঃ রনজিত দেওয়ান
কন্ঠঃ Aupee Karim (অপি করিম)

উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।
উত্তন পেগে মেঘে মেঘে


চেরো হিত্তে নানান পেগে
উরি উরি গীত গাদন  
সেই গীদন্ দি মন ভুলিনেই
ফুল ফুদি যাদন ।।
গেদুং চেলে গেই নপারং
তারা দগে দগে ।।
ম পরানান যেদ মাগে তারা লগে লগে
উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।
উত্তন পেগে মেঘে মেঘে

এই দেজর মুরোই মুরোই
গাজঅ-বাজঅ তারুম বন
চাল চিলেয়ে দক্কে গুরি
চাদে লাগে গম ।।
জারত সমেই এগা মনে
গাই গাই গুরি বেড়েলে ।।
ম-পরানান যেদ মাগে তারা লগে লগে
উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম-পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।।।






8 comments:

  1. আমার খুব পছন্দের একটা গান।

    ReplyDelete
  2. ভালো লাগার একটা গান

    ReplyDelete
  3. অসংখ্য ধন্যবাদ, গান টা অনেক দিন থেকেই খুজছিলাম, কিন্তু গানের টাইটেল টা কিছুতেই মনে পড়ছিলো নাহ,,,শুধু কয়েকটা লাইন মনে ছিল,, ☺

    ReplyDelete
  4. ইত্যাদিতে গানটা শোনার পর থেকে আলাদা ভারো লাগা কাজ করে গানটার প্রতি

    ReplyDelete
  5. এই অপি করিম গাওয়ার পর হতেই গানটির ভুল ধ্বনিগত উচ্চারণ প্রচলন হয়। আমাদের দোষ , কিছু বিবেচনা না করে শুধু উপভোগ করি। মেঘে মেঘে বাংলা উচ্চারণের মতই গেয়েছেন তিনি। আসল গানটা শুনে দেখার অনুরোধ রইল।

    ReplyDelete