কথাঃ অমর শান্তি চাকমা
সুরঃ রনজিত দেওয়ান
কন্ঠঃ Aupee Karim (অপি করিম)
উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।
উত্তন পেগে মেঘে মেঘে
চেরো হিত্তে নানান পেগে
উরি উরি গীত গাদন
সেই গীদন্ দি মন ভুলিনেই
ফুল ফুদি যাদন ।।
গেদুং চেলে গেই নপারং
তারা দগে দগে ।।
ম পরানান যেদ মাগে তারা লগে লগে
উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।
উত্তন পেগে মেঘে মেঘে
এই দেজর মুরোই মুরোই
গাজঅ-বাজঅ তারুম বন
চাল চিলেয়ে দক্কে গুরি
চাদে লাগে গম ।।
জারত সমেই এগা মনে
গাই গাই গুরি বেড়েলে ।।
ম-পরানান যেদ মাগে তারা লগে লগে
উত্তন পেগে মেঘে মেঘে
মেঘলো দেবাত তলে
ম-পরানান যেদ মাগে
তারা লগে লগে ।।।।
আমার খুব পছন্দের একটা গান।
ReplyDeleteভালো লাগার একটা গান
ReplyDeletei like this song
ReplyDeletewowed😍😍
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ, গান টা অনেক দিন থেকেই খুজছিলাম, কিন্তু গানের টাইটেল টা কিছুতেই মনে পড়ছিলো নাহ,,,শুধু কয়েকটা লাইন মনে ছিল,, ☺
ReplyDeleteDownload
ReplyDeleteইত্যাদিতে গানটা শোনার পর থেকে আলাদা ভারো লাগা কাজ করে গানটার প্রতি
ReplyDeleteএই অপি করিম গাওয়ার পর হতেই গানটির ভুল ধ্বনিগত উচ্চারণ প্রচলন হয়। আমাদের দোষ , কিছু বিবেচনা না করে শুধু উপভোগ করি। মেঘে মেঘে বাংলা উচ্চারণের মতই গেয়েছেন তিনি। আসল গানটা শুনে দেখার অনুরোধ রইল।
ReplyDelete