Saturday 29 August 2015

তুরু তুরু তুরুরু বাজি বাজেত্তে

তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
পাড়ায় পাড়ায় বেরেবং
বেক্কুন মিলিনেই
এইচ্চা বিঝু, বিঝু বিঝু
এইচ্চা বিঝু, বিঝু বিঝু
তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
পাড়ায় পাড়ায় বেরেবং
বেক্কুন মিলিনেই
এইচ্চা বিঝু, বিঝু বিঝু
এইচ্চা বিঝু, বিঝু বিঝু

ফাগুনো বোইয়ারত বেক্কুনো মনত
হেজান এজের রস মাত্তল
ফাগুনো বোইয়ারত বেক্কুনো মনত
হেজান এজের রস মাত্তল
বেবেই রে হিত্তেই এইচচা দিনত 
লাগেত্তে হেজান নোয়া নোয়া
তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
পাড়ায় পাড়ায় বেরেবং
বেক্কুন মিলিনেই
এইচ্চা বিঝু, বিঝু বিঝু
এইচ্চা বিঝু, বিঝু বিঝু
বেক পেক্কুনে এইচ্চা দিনত
নানা সুরে তারা গীত গাদন 
নানা সুরে সুরে গাছচুন বাশচুন
বোইয়ারো তালে নাযদন
বেক পেক্কুনে এইচ্চা দিনত
নানা সুরে তারা গীত গাদন 
নানা সুরে সুরে গাছচুন বাশচুন
বোইয়ারো তালে নাযদন
তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
পাড়ায় পাড়ায় বেরেবং
বেক্কুন মিলিনেই
আএইচ্চা বিঝু, বিঝু বিঝু
এইচ্চা বিঝু, বিঝু বিঝু

Download this song here
chakmasonglyrics and link

5 comments:

  1. তুরু তুরু তুরু বাজি বাজেত্তে
    এই গানটির গীতিকার সুরকার কে ?

    ReplyDelete
    Replies
    1. মূল ত্রিপুরা গানটি কমপোজ করেছেন সাগরিকা রোয়াজা। কুমার সুমিত রায়ের অনুরোধে তিনি গানটি চাকমা ভাষায় অনুবাদ করেছেন। সুরকার সাগরিকা / সুমিত রায় (জনি দা) হবে। অনেক চাকমা জানেনা এটি একটি ত্রিপুরা গান থেকে এসেছে।

      Delete
  2. This song is translated into Chakma language by famous musician Kumar Sumit Roy from a very popular Tripura song which was written and composed by engr. Jinon Roaza.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete