Friday, 9 October 2015

রিম ঝিম রিম ঝিম রিম ঝিম

নব্বই দশকের দুর্লভ একটি গান যা হারিয়ে যেতে বসেছে বর্তমান প্রজন্মের কাছে, 
গানের বিষয়বস্তু অসাধারন যা বিশেষ করে চাকমাদের জীবন-জীবিকা, সুখ-দুঃখের মিশ্রণ।

অভিক কুমার চাকমা(ত্রিপুরা, ইন্ডিয়া)। 
তারই সৃস্টি এই বেশ কিছু গান নব্বই দশকের প্রজন্মের কাছে নিসন্দেহে প্রসংশনীয়। 
বর্তমান তরুণরা কি পারবে ?


ও ও লা রা লা লা রা লা লা
লা রা লা লা রা লা লা
লা রা লা লা রা লা লে
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
গরের গাঙ্গর পানি
গীত গেই গেই মানুষ উন যাদন
নারায় উজনি
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
ঊতারা লগে আমি হন যেই পারি নি
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম

তারাল্লোই হেঙ্গিরি দেগা অবংগই
তারাল্লোই হেঙ্গিরি দেগা অবংগই
উজনি পেক্কুন ও উরি যাদন দোই
আমাত্তুন মনে হয়
দেগা অবার যাদি
আমাত্তুন মনে হয়
দেগা অবার যাদি
আমা এ সংসমারি ভেইবোন লক
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম

হেল্লে যেবং আমি
তুমি জুগোল গুরি থেবা
হেল্লে যেবং আমি
তুমি জুগোল গুরি থেবা
দেবাবু গচ্ছেগোই আরো মেঘুলো
ঝরএ ঝর বোয়ের এজের
ধেবার হন নেই উবোয়
ঝরএ ঝর বোয়ের এজের
ধেবার হন নেই উবোয়
হন হুলোত ধেবার হন পথ নেই
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম.........



তারা দক্কেন যেবং উজনি
একদিন নয় একদিন যেবং গাংহুলোত
তারা দক্কেন যেবং উজনি
একদিন নয় একদিন যেবং গাংহুলোত
নাচ-জাগান উদিবং তারা দক্কেন গীত গেই গেই
নাচ-জাগান উদিবং তারা দক্কেন গীত গেই গেই
রেং হারিবং হুজির সময় রেত দিন
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম

রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
গরের গাঙ্গর পানি
গীত গেই গেই মানুষ উন যাদন
নারায় উজনি
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম
রিম ঝিম রিম ঝিম রিম ঝিম





Download this song here

chakmasonglyrics and link



1 comment: