সর্বপ্রথমে আন্তরিক শ্রদ্বা ও ধন্যবাদ জানাই যারা এই গানগুলোর রুপকার, স্রস্থা। সামগ্রিকভাবে তাদের নাম উল্লেখ করতে না পারার জন্য আমরা ক্ষমা প্রার্থী।
এই ব্লকের উদ্দেশ্য হলো চাকমা ভাষার গানগুলো সংরক্ষণ করা। যেগুলো লোকের মূখে মূখে শোনা যেত, সেই কালজয়ী গানগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে তাদের সুর, সংষ্কৃতি। অপসংষ্কৃতি তাদের গানের মধ্যে মিশে গিয়ে নিজেদের ঐতিয্য হারিয়ে ফেলছে।
শুধুমাত্র এই ব্লগের এডমিন না, যে কেউ চাইলে লিরিক্স সংগ্রহ করে দিতে পারেন আমদের ফেসবুক ফ্যান পেইজ এর টাইমলাইনে পোষ্ট করে। লিরিক্স শুনে লিখা। সরাসরি গায়কদের কাছ থেকে সংগ্রহ করার পরিমান খুব কম। সেহেতু লিরিক্সে ভুল থাকা স্বাভাবিক। কেউ যদি কোনো ভুল পেয়ে থাকেন তবে বিনীত অনুরোধ ইনবক্স এ জানান। আর দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
এই ব্লকের উদ্দেশ্য হলো চাকমা ভাষার গানগুলো সংরক্ষণ করা। যেগুলো লোকের মূখে মূখে শোনা যেত, সেই কালজয়ী গানগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে তাদের সুর, সংষ্কৃতি। অপসংষ্কৃতি তাদের গানের মধ্যে মিশে গিয়ে নিজেদের ঐতিয্য হারিয়ে ফেলছে।
শুধুমাত্র এই ব্লগের এডমিন না, যে কেউ চাইলে লিরিক্স সংগ্রহ করে দিতে পারেন আমদের ফেসবুক ফ্যান পেইজ এর টাইমলাইনে পোষ্ট করে। লিরিক্স শুনে লিখা। সরাসরি গায়কদের কাছ থেকে সংগ্রহ করার পরিমান খুব কম। সেহেতু লিরিক্সে ভুল থাকা স্বাভাবিক। কেউ যদি কোনো ভুল পেয়ে থাকেন তবে বিনীত অনুরোধ ইনবক্স এ জানান। আর দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
0 comments:
Post a Comment