চেঙে মেয়নি হাজলং
রনজিত দেওয়ান ও লাকি আকন্দ
রনজিত দেওয়ান
চেঙে মেয়নি হাজলং,কর্ণফুলী সঙ্খ মাতামুহুরি
ঝর ঝর ঝর,সর সর সর,ঝর ঝর ঝর বয়্যে জর ঢেউ তুলি
লাকি আকন্দ
চেঙে মায়নি কাজলং,কর্ণফুলী সঙ্খ মাতামুহুরি
কল-কলাকল, ছল-ছলাছল, কল-কলাকল বৈয়ে যায় ঢেউ তুলি
ও ও ও ও ও ও ও ও
রনজিত দেওয়ান
সয়েল সয়েল,সবন সবন মুরো বন
দাগি যাই তরে,দাগি যাই মরে
আওল, ফাওল অই মন
লাকি আকন্দ
স্বপ্ন স্বপ্ন, সবুজ সবুজ পাহাড় বন
ডাকে যে আমারে,ডাকে যে তোমারে
উদাস করে এ মন
আয়রে আয়রে আয়রে আয়রে
রনজিত দেওয়ান
ফাওনত,সাওনোত হাজি রঙয়ে
জিংহানি ভরে তুলি
লাকি আকন্দ
ফাগুনে শ্রাবণে হাসি রঙয়ে জীবন ভরে তুলি
ও ও ও ও ও ও ও
রনজিত দেওয়ান
সং জাগা এংয়া
বেংয়া মেঘনা
জিবনত,মরনত
জিবন লারেয় পদ্মা-যমুনা
লাকি আকন্দ
সমতটে, আকা-বাঁকা নদী মেঘনা
জীবনে মরনে, জীবনে সংগ্রামে পদ্মা-যমুনা
আয়রে আয়রে আয়রে আয়রে
রনজিত দেওয়ানঃ আজিয়ে হুজিয়ে, থেনেই সংসমারে জিংহানি গরেই তুলি
লাকি আকন্দঃ হাসিতে খুশিতে থাকি একসাথে, জীবনটা গড়ে তুলি
আয়রে আয়রে আয়রে আয়রে
রনজিত দেওয়ান
চেঙে মেয়নি হাজলং,কর্ণফুলী সঙ্খ মাতামুহুরি
ঝর ঝর ঝর,সর সর সর,ঝর ঝর ঝর বয়্যে জর ঢেউ তুলি
লাকি আকন্দ
চেঙে মায়নি কাজলং,কর্ণফুলী সঙ্খ মাতামুহুরি
কল-কলাকল, ছল-ছলাছল, কল-কলাকল বৈয়ে যায় ঢেউ তুলি
রনজিত দেওয়ানঃ ঝর ঝর ঝর,সর সর সর,ঝর ঝর ঝর বয়্যে জর ঢেউ তুলি
লাকি আকন্দঃ কল-কলাকল, ছল-ছলাছল, কল-কলাকল বৈয়ে যায় ঢেউ তুলি
রনজিত দেওয়ানঃ ঝর ঝর ঝর,সর সর সর,ঝর ঝর ঝর বয়্যে জর ঢেউ তুলি